আমাদের কথা খুঁজে নিন

   

আমার অপ্সরা

কালের স্রোত

ভুবনমোহিনী তুমি অপ্সরা তবু মদবিহ্বল আখিঁর তারায় পাখির নীড় খোঁজেনি কেউ কুলায় ফেরেনি কেউ সন্ধাবেলায় মাতা নও কণ্যা নও বধূর বরণডাল সাজায়নি কেউ তুমি শুধু যুগান্তের প্রিয়া সুরবন্দিত কায়াখানি ঘিরে স্বর্ণখচিত রঙ্গিন মেখলা মুক্ত করেছ মানহীনা নারী শতনারী হার বেঁকে গেছে তার বক্র ঠোঁটের কিনার ধরে শরীরের আতপ্ত আঁচ স্বর্গের প্রতি তীব্র অসন্তোষে অপ্সরা তুমি অকুন্ঠিতা কবির চয়নে উর্বশী তবু মুক্তকল্প শিল্পযজ্ঞে হোমদন্ড তুলির আভাসে সমিধ্খন্ড ইঙ্গিতে শিল্পীর প্রেমের শিল্পকর্মে কাঙ্খিত সেই মুক্তি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।