আমাদের কথা খুঁজে নিন

   

অভিধান দর্শন

করণিক: আখতার২৩৯

অভিধান দর্শন ‘শোনো পিতা, তোমাকে হত্যা ক’রে ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, -- মু-- ... ’মান মানেই বাংলাদেশ ॥’ ‘শোনো পতি, তোমাকে প্রাণে মেরে ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, -- জি-- ...’মান মানেই বাংলাদেশ ॥’ ‘শোনো চাচা, তোমাকে ধাক্কা মেরে ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, -- হো-- ...’শাদ মানেই বাংলাদেশ ॥’ ‘শোনো দাদু, তোমাকে ধ’রে বেঁধে ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, -- গো-- ...’জম মানেই বাংলাদেশ ॥’ ‘শোনো ভাই, তোমাকে না-দিয়ে ঠাঁই ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, -- রা-- ... ’নন মানেই বাংলাদেশ ॥’ ‘শোনো বাবা, তোমার তরিকা না-মেনে ওরা ভেবেছে সব শেষ; কিন্তু ওরা জানে না যে, - ফতোয়াবাজ মানেই বাংলাদেশ ॥’.. .. মুসাফির বুঝলো, --কলাগাছ মানে এখানে ঐরাবত বাহিনী; তবে, সকল অভিধান সমন্বিত রচিত বিধান খুঁজে খুঁজে পেলো মুসাফির, --অজ্ঞরাই আঘাতকর্মী, মানবসন্তানকে আঘাতকারীরা নিঃসন্দেহে মানুষের বিপরীতধর্মী। --মুসাফির আরও খুঁজে পেলো, -ক্ষৌণীশ মানে মানবসন্তান। ...অমনি! আবারো শোনালো সেই অরণ্য কাহিনী -- --(“-‘প্রসবোত্তর-বেদনাক্লান্ত’ জননীদশা দর্শনে, সদ্যোজাত প্রভূ-শাবকের চিঁ চিঁ ডাক শ্রবণে, - কপট বায়স প্রসারিত পেখমে নৃত্যে উন্মত্ত; সমকালে, -নৃ-ধামের অদূরে অরণ্য প্রকম্পিত, -ক্ষণে ক্ষণে সেয়ানা মার্জারের অর্থহীন গর্জন, সারমেয় দখলে নেয়, --গজপৃষ্ঠাসন। -প্রভূ-শাবকেরা আত্মপরিচয় নিয়ে দাঁড়ালে, উলঙ্গ পোষ্য জীবকূল স’রে যায় আড়ালে।”) -- ঘাম-ঝরা কর্মক্লান্ত নীরব জনগণ মন দিয়ে শোনে আর নিজেদের জাগরণের অপেক্ষায় দিন গোণে। কখনো বা লজ্জায় তারা আপন মনে গায়, - ‘মান্‌ছি এটা তোমার বাবার দেশ। মান্‌ছি এটা তোমার স্বামীর দেশ। ভিনদেশি আমরা তাহলে এসে, -জন্মেছি! -মায়ের ভাইয়ের দেশে! --তাই যদি হয়, -সরল সমাধানে আমরা তবে সম্মানিত অতিথি এখানে মামা আর মামাতো বোনের দেশে অতিথিরা যথারীতি মর্যাদা পেতে চায়; অতিথিরা তোমাকে ব্যস্ত দেখতে চায়; -নিত্য আনন্দিত ব্যস্ত অতিথি সেবায়।’ (রঙ্গপুর --২৮/০৮/২০০৪)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।