আমাদের কথা খুঁজে নিন

   

অভিধান

/

অভিধান গুলো বুক শেল্ফে পড়ে থাকে চলন প্রতিবন্ধী করে রাখে অন্য বইয়ের দেয়াল অন্যের গল্পের ফাঁকে আমার অন্তরঙ্গ অভিধান শ্বাস খোঁজে। ..................তাদেরই কি শুধু দোষ দেয়া যায় ? অচঞ্চল ত্বকের মসৃন টেবিলের ওপর সাজানো অভিধান শক্ত মলাটে মুখ চেপে নির্মল বাতাসের জন্য হাপিত্যেস চঞ্চল বাতাস, উড়ালী বাতাসে পতপত করে উড়ুক পাতা শব্দের ফুল, শব্দের মালা, মায়া কানন, আনন্দবিতান একটা মৌটুসীর ডানা ঝটপটের জন্য উন্মুখ স্থির অভিধান চঞ্চল অভিপ্রায়ে তার কি নিদারুণ তীব্রতা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।