আমাদের কথা খুঁজে নিন

   

পুরোন গল্প নতুন ভাবনায়-১

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

বানর ও টুপিওলার গল্প আমরা সবাই পড়েছি বা শুনেছি। তবু মনে করিয়ে দিই, এক টুপিওলা গ্রীস্মের দুপুরে একটা বাগানের মধ্যে বিশ্রাম নিচ্ছিল।

খুব ক্লান্ত ছিল সে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো সে। ঘুম যখন ভাঙলো তখন সে অবাক। তার ঝোলা ফাঁকা। এদিক-সেদিক তাকিয়ে সে দেখলো, বাগানের গাছে-গাছে বানর, তাদের সকলের মাথায় টুপি।

রাগে নিজের টুপি ছুঁড়লো টুপিওলা। অবাক কান্ড, বানরগুলো নিজেদের মাথা থেকে টুপি খুলে টুপিওলার দিকে ছুঁড়ে মারলো। টুপিওলা খুশি মনে সেইসব টুপি কুড়িয়ে নিজের ঝোলায় ভরলো। তারপর ফিরে গেল। এবার দেখি আধুনিক ভাবনায় গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

টুপিওলার নাতি এখন টুপির ব্যবসা করে। এ-গাঁ সে-গাঁ ঘুরে সে একদিন হাজির হলো সেই বাগানে। নানার মত সেও ঘুমিয়ে পড়লো। ঘুম ভেঙে সে অবাক হয়ে দেখলো, তার ঝোলায় একটাও টুপি নাই। তারপর সে দেখল তার সব টুপি গাছের ডালে বসে থাকা বানরদের মাথায়।

নানার কাছে বানরদের গল্পটা শোনা আছে। তাই সে নিজের মাথার টুপি খুলে ছুঁড়ে মারল। তাই দেখে বানরগুলো খি-খি করে হেসে উঠলো। নাতি বললো--এই তোমার আমাকে টুপিগুলো ছুঁড়ে মারো। --কেন ? বললো বানরদের সর্দার।

--সেটাই দস্তুর, আমার নানা বলে গেছে। বানর সর্দার হেসে বললো--আমাদের নানাও বলে গেছে ভুল থেকে শিক্ষা নিও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.