আমাদের কথা খুঁজে নিন

   

অগভীর দেশচিন্তা : এবার বিল গেটস মহোদয়!

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

লেখালেখি হবে না আমাকে দিয়ে- এ পুরনো কথা। তবে দেশ নিয়ে রাতদিন ভাবছি। দেশের নানা ধরনের সমস্যা নিয়েও চিন্তাভাবনা করছি- সংক্ষেপে যাকে বলে দেশচিন্তা। আজ মনে হল, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ছাড়া দেশচিন্তা তো অসম্পূর্ণ থেকে যায়। সেই দিকটা ভেবে আজকে থাকল একটি ফটোফিচার।

ঘটনা ওই একই। প্রথম অমুসলিম হিসেবে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিল গেটস। সর্বজনাব সবুর খান, মোস্তফা জব্বার এবং জামিলুর রেজা চৌধুরীকে হতাশ করে এভাবে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত হাজির হতে থাকলেন। ছবিতে পাটুয়াটুলী সুপার মার্কেটের একটি দোকান উদ্বোধন করছেন গেটস। তবে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণের পর বিল গেটস খানিকটা বেকায়দায় পড়ে গেলেন।

তাকে এমএসএন ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিওআইপি পরিচালনা সংক্রান্ত এক মামলায় তাকে গ্রেপ্তার করে রেব। ছবিতে হাজতে যাওয়ার আগে বিল গেটসকে একনজর দেখা যাচ্ছে। জামিন পেয়ে বিল গেটস নিজেকে ঢেলে সাজাতে মনোনিবেশ করেন। স্যুট-টাইয়ের সঙ্গে ফ্রেঞ্চকাট আর টুপি- এরকম বেশ বাংলাদেশের একেবারে মৌলিক আবিষ্কার। শিল্পপতিদের মধ্যে যার রয়েছে প্রশ্নাতীত জনপ্রিয়তা।

এরও মাজেজা থাকে। বিল গেটসও অবধারিতভাবে সেই পথে পা বাড়ালেন। তিনি বাংলা ভাইয়ের স্মৃতিধন্য বাগমারা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেন। ফলাফল জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। দেশচিন্তা সিরিজের অন্যান্য পর্ব : গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে যেসব ঘটনা ঘটতো- সোনাদিয়া দ্বীপ লিজ দিলে দেশের যেসব ক্ষতি হবে- ছবির জন্য কৃতজ্ঞতা : বোগাস বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।