আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মপদ: আজকের বিষয়: জ্ঞানী মানুষ।

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

জ্ঞানী মানুষ প্রত্যেক ধর্মেই রয়েছেন। ইসলাম ধর্মে হযরত আলী, সনাতন ধর্মে রামকৃষ্ণ পরমহংসদেব, খ্রিস্টধর্মে সাধু পল, বৌদ্ধধর্মে নাগার্জুন ...আমরা সবাই এঁদেরই উত্তরসূরি; আমরা এঁদের প্রত্যেকের কাছেই শিখব। বুদ্ধ - প্রাচীন বাংলাদেশে বেশ ক'বারই এসেছিলেন।

আজ যে জায়গাটাকে আমরা বলি-বগুড়া; আজ থেকে আড়াই হাজার বছর আগে সেখানেই ছিল পুন্ড্রবর্ধন রাজ্য। পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী-পুন্ড্রনগর, যে নগরের পুবদিকে বয়ে যেত করতোয়া নদী। তৎকালীন সময়ে, অর্থাৎ, আজ থেকে আড়াই হাজার বছর আগে পুন্ড্রনগরের আশেপাশে গড়ে উঠেছিল অনেকগুলি বৌদ্ধমঠ বা বিহার । ভাসু বিহার ছিল তাদের মধ্যে অন্যতম। বাংলায় এলে বুদ্ধ ওখানেই উঠতেন।

সেই প্রাচীন সময়ে বৌদ্ধরা বর্ষাকালের চারটি মাস দুর্যোগপূর্ন হওয়ায় কোনও বিহারে কাটিয়ে দিত। বুদ্ধ বেশ কবার বর্ষাকালের চার মাস ভাসুবিহারে অবস্থান করেছিলেন । কখনও বগুড়ায় গেলে আজও ভাসুবিহারটির ধবংসাবশেষ আপনার চোখে পড়বে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে- বুদ্ধ ভাসুবিহারের ঠিক কোন্ কক্ষটি বাস করতেন। Dhammapada 6. The Wise Man The wise man tells you Where you have fallen And where you yet may fall - Invaluable secrets! Follow him, follow the way. Let him chasten and teach you and keep you from mischief. The world may hate him. But good men love him. Do not look for bad company Or live with men who do not care. Find friends who love the truth. Drink deeply. Live in serenity and joy. The wise man delights in the truth And follows the law of the awakened. The farmer channels water to his land. The fletcher whittles his arrows. And the carpenter turns his wood. So the wise man directs his mind. The wind cannot shake a mountain. Neither praise nor blame moves the wise man. He is clarity. Hearing the truth, He is like a lake, Pure and tranquil and deep. Want nothing. Where there is desire, Say nothing. Happiness or sorrow - Whatever befalls you, Walk on Untouched, unattached. Do not ask for family or power or wealth, Either for yourself or for another. Can a wise man wish to rise unjustly? Few cross over the river. Most are stranded on this side. On the riverbank they run up and down. But the wise man, following the way, Crosses over, beyond the reach of death. He leaves the dark way For the way of light. He leaves his home, seeking Happiness on the hard road. Free from desire, Free from possessions, Free from the dark places of the heart. Free from attachment and appetite, Following the seven lights of awakening, And rejoicing greatly in his freedom, In this world the wise man Becomes himself a light, Pure, shining, free.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.