আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমারো হাফসেঞ্চুরী(৫০-তম পোস্ট)

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

৮ মাস ১ সপ্তাহ।আজ লিখছি ৫০-তম পোস্ট! এ যেন ৫দিনের টেস্ট ম্যাচে পুরো ৪দিন খরচ করে ৫০ রানের দেখা পেলাম বেশ ভালই কাটছে ব্লগে,ব্লগারদের সাথে!পোস্ট পড়ছি,ভাল লাগছে,ভাল লাগা জানাচ্ছি! কবিতা দিয়ে শুরু, দু' একটা বাদে কবিতাই লিখেছি।জানি অনেক কবিতাই ঠিক কবিতা হয়ে উঠেনি।তবু উৎসাহ পেয়ে গেছি! আরো লিখবো! গদ্য লিখিনা,কারণ এক্ষেত্রে একেবাই হাত নেই।একটা গল্প লিখি অর্ধেকে এসে আটকে যাই।রাইটার্স ব্লকের কোন দরকারই হয় না।অনেক কষ্ট করে যে তিন-চারটি লিখেছি,আশা আছে ব্লগে লেখার,ব্লগারদের সাথে শেয়ার করার! জড়িয়ে থাকবো সামহোয়্যারইনব্লগের সাথে,ব্লগারদের সাথে!এই আশা,আরো অনেক,অনেক! এবার কবিতা হোকঃ কে সে কেউনা ঝরঝর ঝরে পড়া হেলিকন ঝরণা ভাবনার কোলাহল আবেগের দোলাচল সবকিছু ছাড়িয়ে চুপচাপ দাড়িয়ে দেখি শুধু উড়ে যায় নীল-সাদা ওরনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.