আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে 'কাঁচা মল' ...

সুন্দর সমর

(আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) ক্লান্ত। কাজে। অকাজে। সংসারের নানা খিটিমিটিতে। প্রতিদিনের একঘেয়েমী জীবন যাপনের চক্র।

দৈনিক আমাদের ক্লান্ত করে। মন বিবশ হয়ে উঠে। দেহ চলতে যায় না। সে সময় ব্লগে আসি। নতুন চিন্তা দেখতে পাব।

নতুন ধারণার ঝিলিক দেখা যাবে। বুদ্ধির দীপ্তি দেখা যাবে। যার মধ্য দিয়ে ক্লান্তি বিদূরিত হবে। চেতনায় নতুন তরংগ দেখা দেবে। এমনটা প্রত্যাশা করি।

কিন্তু ফুলে কাঁটা আছে। তেমনি ব্লগে উৎপাত আছে। বাগানে হাঁটতে যেয়ে কাঁচা মলে পা পড়ার অভিজ্ঞতা হয়। নোংরা লেখা দেখি। আপত্তিকর ছবি দেখি।

দেখি কারও ফোন নম্বর দিয়ে পোস্ট দেয়া হয়। অর্থাৎ মনোবিকলনের উপসর্গের চরম প্রকাশ। কিন্তু বিশ্বাস করুণ, কবি হলে এ সব 'পাবলিকের' উদ্দেশ্যে লিখতাম, 'সে জন কাহার জন্ম নির্ণয়ে ন জনি। ' কবি নই তাই যা ইচ্ছে তা বলতে পারিনা। এ কথা সবাই জানেন, 'পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী প্রতিদিন মলত্যাগ করে।

' প্রাকৃতিক কারণেই এ কাজ সবার করতে হয়। কিন্তু কেউ সর্বজন বিদিত এবং সর্বজন কৃত এই কাজ কি প্রকাশ্যে করেন? তা হলে সব কাজ প্রকাশ্য করা যায় না। আরো কর্কশ ভাষায় বলা যায়, যিনি আমার সন্তানের মা, তিনি আমার স্ত্রী। তার সাথে আমার সর্ম্পক তা কি সন্তানকে প্রকাশ্য প্রদর্শন করি? কিংবা আমার মা যে আমার বাবার স্ত্রী তা কি আমরা তেমন অনুভব করি? 'ব্লগে ব্যান নয়' এ নীতিতে বিশ্বাস করি। তাই কাউকে, ব্যান করার কথা বলতে বাঁধে।

কিন্তু যখন কেউ কেউ স্বাধীনতাকে লাগামহীনতার পরিণত করে তাকে যখন 'স্বাদ হীনতায় পর্যায়ে' নিয়ে আসে, তখন 'সহেনা চেতনা। ' কাজেই একটু মেপে চলা সবার জন্য ভাল। আমি সহ সবার শুভ চেতনা বিস্তার লাভ করুক। এই কামনা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.