আমাদের কথা খুঁজে নিন

   

চাওয়া খুব সাধারণ: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘আমাদের চাওয়া খুব সাধারণ। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। সরকারকে এই দাবি অবশ্যই মানতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে। ’
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আজ রোববার দুপুরে বগুড়া সার্কিট হাউস থেকে রংপুর রওনা দেওয়ার আগে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন খালেদা জিয়া।


দুপুর ১২টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন বিরোধীদলীয় নেতা। আজ বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
সার্কিট হাউসের সামনে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া অভিযোগ করেন, এই সরকার আজীবন ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। বিএনপিসহ বিরোধী দলকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করে তারা আবারও বিজয়ী হতে চাইছে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না।

এই সরকারের অপশাসন, দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করতে হবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের চাওয়া খুব সাধারণ। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। আমি বলব, সরকারকে এই দাবি অবশ্যই মানতে হবে। আর যদি তারা মানতে না চায়, তাহলে বিএনপিসহ সব রাজনৈতিক দল মিলে কঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে।


কাল সোমবার রাজশাহীতে ভাষণ দেবেন খালেদা জিয়া। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এ কর্মসূচি ঘোষণা করে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.