আমাদের কথা খুঁজে নিন

   

সর্বপ্রথম ও একমাত্র বাংলাদেশী হিসেবে cgtrader.com এর উইকলি কনটেষ্ট বিজয়ী

সুপ্রিয় বন্ধুগন। আপনারা নিয়শ্চই নিউজিল্যান্ডের ধবলধোলাই এর আনন্দে আত্নহারা। আপনাদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে আরেকটি দারুন খবর শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা থ্রিডি মডেলিং অথবা এনিমেশন করেন তারা নিয়শ্চই থ্রিডি মার্কেটপ্লেস সম্পর্কে অবগত আছেন। আর যারা জানেন না তাদের জন্য একটু বলে নেই, থ্রিডি মার্কেটপ্লেস হল একটি ভার্চুয়াল মার্কেট যেখানে বিভিন্ন ভার্চুয়াল পন্য ক্রয়-বিক্রয় করা হয়; হতে পারে সেটা কোন ফার্নিচার এর থ্রিডি মডেল অথবা বিশাল কোন আর্কিটেকচার এর এক্সটেরিওর কিংবা ইন্টেরিওর মডেল।

এখানে নেই বলে এমন কিছু নেই। মাথার চিরুনী থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সমস্ত কিছুর ভার্চুয়াল সংস্করন তথা থ্রিডি মডেল পাওয়া যায়।   আমাদের করা কিছু মডেলের ইমেজ পোষ্টের শেষে দেওয়া হলো। সেখান থেকে থ্রিডি মার্কেটপ্লেস সম্পর্কে একটু ধারনা নিতে পারেন।
ত্রিডি মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত অপর কোন পোষ্টে বলার ইচ্ছেটাকে জিইয়ে রাখলাম।


cgtrader.com এরকম একটি জনপ্রিয় থ্রিডি মার্কেটপ্লেস। যারা বিভিন্ন কনটেষ্ট এর আয়োজন করে থাকেন। এবং সেখানে অংশগ্রহন করে থাকেন বিশ্বের নামকরা থ্রিডি আর্টিষ্ট, বিভিন্ন আর্কিটেকচারাল ও রেন্ডার ফার্ম। তাদের সর্বশেষ উইকলি চ্যালেন্জে বিজয়ী হয়েছে সর্বপ্রথম এবং একমাত্র বাংলাদেশী থ্রিডি ফার্ম ‍astudio। কনটেষ্টের বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে ।

নিচে তার কিছু স্ক্রীনশর্ট দেওয়া হল।



১০০০+ থ্রিডি আর্টিষ্ট এবং রেন্ডার ফার্মের মধ্যে ‍astudio এর বর্তমান র‌্যাকিং 45। আমাদের টার্গেট এ মাসের মধ্যেই প্রথম 10 এর মধ্যে চলে আসা। আপনাদের দোয়া এবং সার্পোট পেলে আশা করি আমরা আমাদের কাঙিখত লক্ষ্যে পৌছতে পারব।

এছাড়াও আমাদের করা দুটি মডেল তাদের হোমপেজের শোভা বর্ধন করছে।

সবুজ রংয়ের টিকচিহ্নবিশিস্ট ইমেজদুটি আমাদের ফার্মের। cgtrader এর হোমপেজ লিংক হলো - http://www.cgtrader.com/
হোম পেজের স্ক্রীনশট

ফিমেল হাইহিল সু -

রিসাইকেল বিন/ট্রাশ বিন


বারটুল

বারটুল [ওয়্যারফ্রেম রেন্ডার]

ব্যাডমিন্টন ফেদার


আপনাদের দোয়া ও সমৃদ্ধি কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.