আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অনির্বাণ

জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।

আমরা তরুণ, আমরা যুবা, আমরা নওজোয়ান
আমরা সতত গাহিয়া চলেছি জীবনের জয়গান
যুগ যুগান্ত ধরে
নিজেরে পোক্ত করে
বুনিয়া চলেছি স্বপ্ন মোদের, কীর্তি অম্লান
আমরা অনির্বাণ। ।

আমরা যখন একীভূত হয়ে কূলেতে দিয়েছি বাঁধ
অশান্ত জল, সমুদ্র তবে ভুলিয়া গিয়েছে সাধ
অবারিত ধারা থমকে দেখেছে, এতো অক্লান্ত প্রাণ
আমরা অনির্বাণ। ।



রাজপথ রঙ্গে রাঙ্গিয়েছি মোরা বইয়েছি রক্তধারা
কেঁপে উঠেছে রাজ তখত, ঘেমে নেয়ে হয়ে সারা
পালিয়ে বেঁচেছে মীরজাফরেরা, রাজত্ব খানখান
আমরা অনির্বাণ। ।

যখন নিয়েছি গড়ার শপথ হাতে হাত রেখে সবে
গড়েই চলেছি যেন উন্মাদ, যখন না শেষ হবে
তারুণ্য মোদের ক্লান্ত করেনি, জিইয়ে রেখেছে প্রাণ
আমরা অনির্বাণ। ।

গড়ার জন্য ভেঙ্গেছি কত উচ্চ অট্টালিকা
দুর্জন সনে হয়েছি আমরা নিত্য বিভীষিকা
সম্মুখ পানে যাত্রা মোদের বুঝিনা ঝড় তুফান
আমরা অনির্বাণ।



আমরা যখন বইয়ে দিয়েছি প্রেমের ফল্গুধারা
উচ্চাসে ভব জাগিয়া উঠেছে পড়িয়া গিয়েছে সাড়া
পল্লবে নব মুকুল ফুটেছে, পাখির কন্ঠে গান
আমরা অনির্বাণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।