আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে উদ্বেগ নারী উদ্যোক্তাদের

­­­­­­­­­­­­ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় এ উদ্বেগের কথা জানান তারা।
সোমবার দুপুরে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজনে রাস্তায় নেমে হরতাল প্রতিহত করার কথাও বলেছেন কোনো কোনো উদ্যোক্তা।
সভায় অংশ নেয়া একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী বলেন, “এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকেই হরতালে ক্ষতিগ্রস্ত। আমরা কি হরতাল ঠেকাবো, না কি ব্যবসা সামলাবো?
“হরতাল বন্ধ হওয়া সাংঘাতিকভাবে প্রয়োজন।

এভাবে মানুষ মারা যেতে পারে না। এ হরতাল বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি। ”
বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বলেন, “আমি আলু রপ্তানি করেছি। বিদেশি ক্রেতা আমাকে পুরো টাকা দিচ্ছে না। কারণ কিছু আলু পচে গিয়েছিলো।


হরতালের কারণে আলু সময়মতো জাহাজে তুলতে না পারায় এই পচন ধরেছিল বলে জানান তিনি।
এফবিসিসিআইয়ের পরিচালক কোহিনূর ইসলাম বলেন, “আমরা হরতাল চাই না। এটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলেই আর হরতাল হবে না। ”
হরতালে ক্ষতির প্রসঙ্গ তুলে গুলশান নাসরিন আরা বলেন, “আসুন আমরা তাদেরকেই ভোট দেই, যারা আমাদের কথা শোনে, আমাদের উপকারে আসে।


এসময় কয়েকজন নারী উদ্যোক্তা রাস্তায় নেমে হরতালের প্রতিবাদ করার প্রস্তাব করেন।
উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রেহানা রহমান বলেন, “প্রতিটি সরকারই বাজেটে নারীদের জন্য বরাদ্দ রাখে। কিন্তু তা আমরা শুধু শুনি। বাস্তবে তা পাই না। ”
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রসঙ্গে রেহানা রহমান বলেন, “এই ১৩ দফা নারীদের জন্য হুমকি।

এগুলো যদি মেনে নেয়া হয় তাহলে দেশ পিছিয়ে যাবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।