আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়া বদল-------নচিকেতা ( এইডা আমি কি শুনলাম!!! )

আসবে সময় আমাদেরও, হাসবে তখন মহাকাল। মিশবে তখন ধুলোতে, জীর্ণ নীতির কঙ্কাল। মুক্তির পথ ধরে, অধিকার ঘরে ঘরে। নিকশ কালোরা আর বুনবে না জাল! কলকাতার কোন মানুষকেই দেখি নাই বাংলাদেশের দিকে সোজা চোখে তাকাইতে। ।

আমজনতা থেকে শুরু করে তারকারা পর্যন্ত। । কিন্তু এই গানটা শুনে আমি তো পুরাই টাস্কি খাইলাম!!!!!! একটা কথা বুঝলাম রক্তের টান এড়ানো যায় না!! চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়। । চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়।

। এ দূষণে প্রান বাঁচে না, এ দূষণে প্রান বাঁচে না, শুধু নিশ্বাস নিতে চাই, মুক্ত স্বাধীন বাংলায়। । চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়। ।

এখানে যে দিকে তাকান না কেন, দুর্নীতি! দুর্নীতি! খেটে খাওয়া মানুষের রক্তের ছিটে,বাতাসেতে পরিনতি। । এখানে যে দিকে তাকান না কেন, দুর্নীতি! দুর্নীতি! খেটে খাওয়া মানুষের রক্তের ছিটে,বাতাসেতে পরিনতি। । একবার চলুন দল বেধে, একবার চলুন দল বেধে, হাত ধরে হেটে যাই।

। মুক্ত স্বাধীন বাংলায়। । চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়। ।

নাগরিক হারিয়েছে এখানেতে বেঁচে থাকার অধিকার। শাসন এখানেতে শোষণের সাথে সেজেছে অংশীদার। নাগরিক হারিয়েছে এখানেতে বেঁচে থাকার অধিকার। শাসন এখানেতে শোষণের সাথে সেজেছে অংশীদার। এখানেতে এই নষ্ট সময়, এখানে এই নষ্ট সময়, পার হয়ে যেতে চাই।

। মুক্ত স্বাধীন বাংলায়। । এ দূষণে প্রান বাঁচে না, এ দূষণে প্রান বাঁচে না, শুধু নিশ্বাস নিতে চাই, মুক্ত স্বাধীন বাংলায়। ।

চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়। । চলুন একবার হাওয়া বদলেতে যাই, মুক্ত স্বাধীন বাংলায়। । ......... ডাউনলোড লিঙ্ক ---- এখানে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.