আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম ভ্রাতৃত্ববোধের সম্পর্ককে উৎসাহিত ক

ইসলামী বিশ্বাস অনুযায়ী দুনিয়ার প্রথম মানব ও মানবী হজরত আদম (আ.) ও বিবি হাওয়া। হজরত আদম (আ.) মানব জাতির আদি পিতা এবং সে অর্থে সব মানুষ আদমের সন্তান। সেহেতু সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাকে ইসলামে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ হতে হলে হিংসা ও বিদ্বেষের ইতি ঘটিয়ে সম্প্রীতির মনোভাব ধারণ করতে হবে। পারস্পরিক সুসম্পর্কের জন্য একে অপরের প্রতি সুধারণা পোষণ করার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক সম্মানবোধের ওপর জোর দিয়েছেন এবং এ ব্যাপারে উৎসাহিত করেছেন। মুমিনরা যাতে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় সে জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন- 'মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।

আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুমিনদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যে দিকনির্দেশনা মেনে চলা প্রতিটি মুমিনের জন্য অবশ্যকর্তব্য। হজরত আনাস (রা.) বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- 'তোমরা পরস্পরের বিদ্বেষপরায়ণ হয়ো না, একে অন্যের পেছনে লেগো না এবং পরস্পরের প্রতিহিংসায় লিপ্ত হয়ো না, বরং একে অন্যের সঙ্গে ভাই-ভাই ও এক আল্লাহর বান্দা হয়ে যাও।' হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টগুলো থেকে কোনো একটি কষ্ট দূর করবে কেয়ামতের কষ্টগুলো থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহতায়ালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে, আল্লাহতায়ালা তাকে দুনিয়া ও আখেরাতে ছাড় দেবেন। আর আল্লাহতায়ালা বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে'। (মুসনাদে আহমদ)

আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হওয়ার তাওফিক দান করুন। আমিন

লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.