আমাদের কথা খুঁজে নিন

   

বিলাই বচন (ছবি ব্লগ)

আম্মু আর আপুর পশুপ্রেমের কারনে আমাদের বাড়িতে সবসময়ই একটা-দুইটা বিড়াল থাকতো, প্রতিটা বিড়ালই বড় হয়ে নতুন বাচ্চা দিতো, আর কিছু দিনের মাঝে নিজেরা উধাও হয়ে যেত! "এসেছে নতুন (বিড়াল) শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান"- এই নীতি মনে হয় বিড়ালদের মাঝে প্রবল! এইভাবে কোন এক সময় আমাদের বাড়িতে দুইটা বিড়ালের বাচ্চার জন্ম হল, একটা সাদা-কালো বিড়াল, একটা কালো-সাদা বিড়াল! বিড়ালের মা যথাসময়ে বাচ্চা রেখে উধাও হয়ে গেল! বাচ্চা গুলোর তখনও চোখ ফোটে নি! চোখ ফোটে নি বলেই বোধহয় বুঝতে পারলো না, তাদেরকে যে যত্ন করে বড় করছে সে আসলে আমার আম্মু, তাদের আম্মু না! বাচ্চা দুটির নামও দেওয়া হল, আমার ছোট বোন নাম রাখল, সাদাটার নাম আদুরী, কালোটার নাম সুন্দরী! আদুরী সুন্দরী সুন্দরী সুন্দরী কিছুদিন পর জানা গেল সুন্দরী আসলে ছেলে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।