আমাদের কথা খুঁজে নিন

   

নিদারুন স্বীকারোক্তি (১)#

সত্য প্রকাশে সর্বদা আপোষহীন যখন হাই স্কুলে ছিলাম একটা বিষয় উপভোগ করতাম,সেটা হল পিটি (এক ধরনের শারিরিক কসরত অনুশীলন)। প্রতি বৃহস্পতি বার পিটি করা হত । পিটি দেখতে খুবই ভাল লাগত, যদিও অনুশীলন করা খুবই বিরক্তিকর লাগত । অবশ্য, আমার একটা সুবিধা ছিল । পিটি করাতো আমাদের স্পোর্টস টিচার মোঃ শওকত আলি, যিনি আবার সম্পর্কে আমার কাকা হত ।

এক পাড়াতে বাড়ি হলেও তখন তার সামনে গিয়ে কথা বলতে খুবই ভয় করত (স্যার বলে কথা !) । একদিন পিটি করার সময় আমি হঠাৎ অসুস্থ বোধ করলে,শওকত স্যার এর কাছে জানালাম,তিনি অবলীলায় আমাকে ছুটি দিলেন,আর আমিও আবিস্কার করলাম একটা থিওরি । প্রতি বৃহস্পতিবার আমি মুখটা শুকনো করে,অবনত মস্তকে তার কাছে গিয়ে বলতাম, “স্যার,আমি অসুস্থ” । ব্যাস,কিল্লা ফতে!!! সরাসরি ক্লাস রুমে,পুরোপুরি বিশ্রাম। সত্যি বলতে এর পর কখনও পিটিকে আমি ভয় পায়নি কারন,এর মধ্যে আমি ভয়কে জয় করার থিওরি আবিস্কার করে ফেলেছি।

পুনশ্চঃ আমাদের সেই শিক্ষক মোঃ শওকত আলি ,যাকে অনুসরন করব বলে সিদ্ধান্ত নেওয়ার আগেই হারিয়েছি(শিক্ষকতা ছেড়ে বর্তমানে আয়ারল্যান্ড প্রবাসী) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.