আমাদের কথা খুঁজে নিন

   

জলিলের আসনে বিজয়ী মালেক

এ নির্বাচনে আগ্রহী ৬ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর জেলা রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার সোমবার একমাত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে বিজয়ী ঘোষণা করেন।
মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর মালেককেই প্রার্থী হিসেবে মনোনয়ন  দেয় দলটির সংসদীয় বোর্ড।
নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করে তাতে ২৫ মে ভোটের দিন রাখা হলেও তার আর প্রয়োজন পড়ছে না বলে নির্বাচন কর্মকর্তারা জানান।   
মালেক ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, আব্দুস সাত্তার টিকাদার, প্রকৌশলী আব্দুল বারী ও বিএনপি নেতা কাউন্সিলর মো. ফারুকুজ্জামান ফারুক মনোনয়নপত্র জমা দিলেও বিভিন্ন কারণে তাদের সবার আবেদন বাতিল হয়ে যায়। তোফাজ্জল হোসেন ও আব্দুল বারি আপিল করলেও রোববার তা নাকচ করে নির্বাচন কমিশন।
সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে অংশ না নেয়া বিএনপি এ নির্বাচনেও দলীয়ভাবে কোনো প্রার্থী দেয়নি।
সদর উপজেলার এই আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪০ হাজার ২৬৯ জন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.