পাগলামী
যা হচ্ছে তা মোটেও কাঙ্খিত নয়। সাধারণের উপর এমনটা চাপিয়ে দেয়াও প্রচন্ড রকমভাবে শুধু বাড়াবাড়ি-ই না,এক প্রকার মানুষিক নির্যাতনও বটে।
বলছি স্লাবের নামে বিদ্যুতের বোঝা আমরা সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপিয়ে প্রকারান্তে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কাছ থেকে লুটপাটের মহা কারসাজি চলছে। এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন,অথচ বলার কিছু নাই,বলবার কিছু নাই ও করার-ও কিছু নাই। বিশ্বের কোথাও এমনটি নাই।
সাফ কথা যে পরিমাণ ইউনিট ব্যবহার করব বিল ও তার উপর হবে। স্লাব কেন,কার স্বার্থে?কে বা কারা লাভবান হচ্ছে?
বিদ্যুৎ বিলের ব্যাপারে সর্ব সাধারণকে ধর্তব্যে নিয়ে সময়োপযোগী একটি মান মূল্য নির্ধারণ করে দেয়া এবং গ্রাহক যত ইউনিট ব্যবহার করবে সে মূল্য অনুযায়ী বিদ্যুৎ বিল সে নিজ দায়িত্বে পরিশোধ করবে।
অন্তত আমি স্লাব বুঝি না। এটা আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে,সেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি দায়িত্ব পালন করছি স্লাবের নামে অতিরিক্ত বিদ্যুত বিল পরিশোধ করে। কিন্তু এই অতিরিক্ত পয়সাটা যোগাতে আমাকে হয়তো অন্য উপায় চিন্তা করতে হবে বা ভুল পথের পথিক হতে হবে!তখন সে দায়ভার কার?আমিতো তা চাই না।
আমি চাই আমার নাগরিক দায়িত্ব ঠিকের উপর পালন করে সুস্থ এক স্বাভাবিক জীবন।
অতএব অবিলম্বে অদ্ভুতরে স্লাব নামক হয়রানী থেকে আমাদের মুক্তি দেয়া হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।