চেষ্টা করি সততার মূল্য দিতে ...
আস্সালামুআলাইকুম,
আশারাখি সবাই অনেক সুন্দর আছেন। গতরাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম প্রবাসী ব্লগারদেরকে নিয়ে কিছু লিখব, তাই ....
আমরা যারা প্রবাসে আছি তারা নানামুখি অভিজ্ঞতার সম্মুখনি হই প্রতিনিয়ত, সেসব অভিজ্ঞতাগুলি সবার সাথ শেয়ার করার জন্যই আজকের এই পোস্ট। আমরা কেউ প্রবাসে আসি পড়ালেখা করার জন্য, কেউ আসি রুটি-রুজির সন্ধানে...যে যেখানেই আছেন এবং এই ব্লগের সাথে জড়িত তারা সবাই সবার মধুর এবং তিক্ত অভিজ্ঞতাগুলি শেয়ার করবনে (অনেকেই এতিমধ্যে অনেককিছু শেয়ার করেছেন, তারা লিংকগুলি দিয়ে দিবেন)।
আপনারা যা নিয়ে লিখবেন:
১। কোথায় আছেন, কি করছেন
২।
মধুর এবং তিক্ত অভিজ্ঞতা
৩। বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে কি কি ঝামেলা হয়
৪। বিদেশে বাংলাদেশী হাইকমিশনের কাছে কি কি সাহায্য পেয়েছেন (যা পান্ নি তা)
৫। আমাদের ভোটাধিকার
৬। নতুন প্রবাসীদরে জন্য সতর্কতামূলক পরামর্শ (যে,যে দেশে আছেন তার আলোকে)
৭।
প্রবাসীদরে জন্য সরকাররে কি কি আধুনিক ব্যবস্থা গ্রহন করা উচতি বলে মনে করেন
৮। এবং আরো যা নিয়ে লেখা যায় .....
(*** ভাই কখনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না, যেখান থেকে টাকা পাঠাতে সমসা সেখানে কি ববস্থা নেয়া যেতে পারে তা নিয়ে লিখুন)
আমরা যারা প্রবাসে আছি তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, অনেকেই অনেক ভয়ভীতির মধ্যে দিনাতিপাত করি, আমাদের অর্থনীতির চাকা সচল রাখি, অথচ আমাদের নিয়ে সরকারের ভূমিকা বড়ই প্রশ্নবোধক,বিদেশে বাংলাদেশ হাইকমিশনের ভূমিকা তো মনে রাখার মতো । ফখরুদ্দিন সরকারের সময়ে শুনেছি যারা বছরে ৫০০০$ রেমিটেন্স পাঠাবে তাদের জন্য নাকি বিশেষ কার্ড চালু করবে, সে কার্ড এ কি কি সুবিধা থাকবে জানি না, কবে চালু হবে তা জানি না। যে চাকায় ভর করে দেশ চলে, যারা বহু দূর দুরান্ত থেকে মাতৃভূমির খবরের জন্য আকুল থাকে তাদের জন্য কিছু করুন ,,,,
ভালো থাকুন, সুন্দর থাকুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।