আমাদের কথা খুঁজে নিন

   

আমি বন্দী কারাগারে!!!!!

পরির্বতনের সময় এখন....

আমি বন্দী কারাগারে .....আমি বন্দী কারাগারে....... না না!! এই গানটি গাইতে কিংবা স্বরণ করতে তো আমি পারিনা। আমি তো কারাগার কিংবা ঘরে কোনটাতেই বন্দী না , তাহলে কেন এই মুহুর্তে এই গানটি মনে আসছে..... নিশ্চই কোন কারন আছে ..হ্যা সেটি অবশ্যই আছে । বলছি ..ধৈর্য হারাবেন না। আমি কারাগারে কিংবা ঘরে বন্দী না হলেও আমি ঘরের বাইরে বন্দী হয়ে আছি। আশ্চার্য হচ্ছেন?? এ আবার কেমন ধরনের বন্দী?? ঘটনাটি 5ই জুন 2006।

2.10 মিনিটে আমি বন্ধু কে বিদায় দেওয়ার জন্য দরজাখানা খোলা রেখেই 2য় তলা থেকে নেমে গেলাম। ক্ষনিক পরে ফিরে এসে লক ঘুরাতেই দেখি তা আটকে আছে। এপাশ থেকে ওপাশ দুই তিনবার ঘুরানোর পরে বুঝলাম অবস্থা খারাপ । এতো অটোলক হয়ে গেছে!চাবি তো ঘরের ভিতরে। আমার কাছে সবসময় যে চাবিটা থাকে সেটিও মানিব্যাগে, যাও কিনা ঘরেই রয়েছে........... এখন কি করি !!দেরি না করে ম্যারাথন দৌড় দিলাম ক্ষনিকদূরের চাবিওয়ালার উদ্দেশ্যে।

মনে মনে চিন্তা করতেছি এখন তো দুপুর বেলা যদি ব্যাটাকে না পাই তাহলে কাজ সারা। অন্তত 5.30 টার পূর্বে আর ঘরে এন্ট্রি করা সম্ভব হবেনা। দোয়া পড়তে পড়তে যখন নির্দিষ্ট স্থানে পৌছলাম। আমার বুক থেকে মনে হলো যেন একটা বিশাল বোঝা কোথাও যেন স্থানান্তর হয়ে গেছে। দোকানটি খোলা আছে!!(সাধারণত দুপুরে দোকান খোলা থাকেনা) তাড়াতাড়ি চাবিওয়ালাকে নিয়ে চলে এলাম বন্ধ দরজার সামনে।

চাবিওয়ালা তার কেরামতি শুরু করলো। 10 মিনিট পর যখন বন্ধ দরজা ওপেন হলো .....সাথে সাথে আমার বাইরে বন্দী জীবনের অবশান ঘটলো..... ঘরে প্রবেশ করেই মনে মনে ধন্যবাদ জানালাম চাবিওয়ালাকে আর শুকরিয়া পরম সৃষ্টিকর্তার কাছে, এই জন্য যে আমি প্রাপ্তি সোনাকে দেখার জন্য উতলা হয়ে ছিলাম। আর এই বন্দী জীবনের অবশান না ঘটলে যা কোন প্রকারে সম্ভব ছিলো না। তাইআবারও শুকরিয়া .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।