আমাদের কথা খুঁজে নিন

   

কারাগারে গো. আযম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়েত ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের জামিন আবেদন খারিজ। গো আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদেশে আগামী ১৫ ফেব্রুয়ারি গো. আযমের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ১১ জানুয়ারি বুধবার ট্রাইব্যুনালের এক আদেশে এসব নির্দেশ দেয়া হয়। বেলা ১১ টা বেজে ৫৮ মিনিটে গো আযমকে পুলিশে প্রিজন ভেনে তুলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় । গোলাম আযমকে তার বাসা থেকে ৯ টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালে(পুরাতেন হাউকোর্ট ভবনে) আনা হয়। ট্রাইব্যুনালে গোলাম আযমের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শর্তাধীনে জামিন আবেদন করেন। আবেদনে তিনি গোলাম আযমকে ৯০ বছর বয়সী একজন অসুস্থ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তার শরীরে বিভিন্ন রোগ ভর করেছে।

তিনি ঠিক মত চোখে দেখতে পান না। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আবদুল আলীমকে যে বিবেচনায় জামিন দেয়া হয়েছে। অধ্যাপক গোলাম আযমকে একই বিবেচনায় জামিন পেতে পারেন বলে তিনি আদালতকে জানান। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু।

তিনি বলেন, গোলাম আযমকে কোনো ভাবেই জামিন দেয়া যায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে গণহত্যা সংঘটিত হয়েছিলো, যাদের কারণে এক কোটি মানুষ প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছিলো, যারা অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তাদের সকলের নেতা ছিলেন গোলাম আযম। আবদুল আলীমের জামিন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি বলেন, আবদুল আলীম জামিন পেয়েছে তার তদন্ত সম্পন্ন হয়নি বলে। আলীমের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। অন্য দিকে গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে।

তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সে অভিযোগ আমলে নেয়া হয়েছে। তাই আবদুল আলীমের জামিন আবেদনের সাথে গোলাম আযমের জামিন আবেদনের তুলনা চলে না। তাছাড়া পৃথিবীর বিভিন্ন আদালতে ৯০ বছর বয়সী ব্যক্তিকে জেলে রেখে বিচার চলেছে। উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি মিশরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া হোসনি মোবারকে কথা উল্লেখ করেন।

মার্কিন এক নাগরিকও জার্মান আদালতে ৯০ বছর বয়সেও বন্দী থেকে বিচার চলেছে। উভয়পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল গোলাম আযমের জামিন আবেদন বাতিল করে তাকে ঢাকা জেলে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে গোলাম আযমের বিরুদ্ধে ফেব্রুয়ারির ১৫ তারিখে অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। খবরের সূত্র এই লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.