আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য হবো কবে

আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সভ্য হবো কবে মনজুর মোরশেদ আকাশ মেঘলা হলো বদলে গেলো সন্ধ্যা তারা, রাতের চাঁদ সাগরের নোনা পানি তেতো হলো বনভূমি উজাড় হলো সভ্য লেখক বন্য হলো শুধু আমি হেঁটে চলেছি দিগন্তের পানে, হৃদয় আমার কাঁদছে আমায় সভ্য করো, হে কলম, সভ্য করো। তুমি তো মজলুমের, তুমি উৎপীড়িতের মিথ্যা-গল্পে তুমি নিষ্পাপকে জড়াতে পারোনা। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় মজলুম যেখানে অসহায় সেখানে তুমি ফিরে এসো হে কলম, তুমি ফিরে এসো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।