আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য সমাজের সভ্য মানুষ !!!

নিজের অস্তিত্ব আমাকে অনেক ভাবিয়ে তোলে। বিশাল এই পৃথিবীতে আমার মত একজন ক্ষুদ্র মানুষের কি কাজ তা আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে.. তাই সব সময় এই ভাবনায় ডুবে থাকি যে এখানে আমার কাজটা কি !!! হাতে ঘড়ি নেই । সেল ফোন রুমে রেখে এসেছি । দূরের কোন এক মসজিদ থেকে আযানের ধ্বনি কানে আসছে। বুঝলাম ভোর হতে চলেছে ।

মেডিকেলের সামনের দোকান থেকে নাস্তা করে ফিরছি । হাতে সিগারেট, হলের রাস্তা ধরে হাঁটছি। আমার সাথে থাকা এক বন্ধুর গার্ল ফ্রেন্ড ফোন দিয়েছে। এত ভোরে নাস্তা করার কথা শুনে তার গার্ল ফ্রেন্ড তাকে বলছে যে, ভোর বেলা আমরা নাস্তা করছি কেন, ভোরের আলো দেখতে কিনা। কথাটা পাশ থেকে শুনে আমি বললাম যে, আমাদের জীবনে তো ভোর নেই! ভোরের আলো কি তা আমাদের এখন ও দেখা হয়নি।

আমরা এখন ও অন্ধকারেই পরে রয়েছি । সত্যিই কি আমরা ভোরের আলো দেখেছি ??? আয়নার সামনে দাঁড়ালে আমাদের সবাইকেই অনেক ভদ্র মনে হয় কিন্তু আসলেই কি আমরা ভদ্র ??? না ! নিজের ঘুমন্ত বিবেক জাগ্রত হলে তা আর মনে হয় না। তখন আমাদের সভ্য সমাজের মানুষদের কথা মনে পড়ে। আমাদের সভ্য সমাজের মানুষগুলো কতটুকু সভ্য তা তখন খুব জানতে ইচ্ছে করে। আমাদেরকে দেখলেও মানুষ সভ্য সমাজের ই একজন মনে করে কিন্তু নিজের বিবেকের কাছে গেলেই কেমন যেন অপরাধী ভাব চলে আসে।

কিন্তু কেন ??? আসলে আমরা বাহ্যিক ভাবে সভ্য সমাজের একজন হতে চাই কিন্তু আমাদের অভ্যন্তরে যে কালো মুখোশটা আছে তা শুধু আমাদের বিবেক ই দেখতে পায় । আর এ কারনে আমরা সেখানেই ধরা পড়ে যাই । কিন্তু লজ্জায় সেটা স্বীকার করতে পারি না তাই চেপে রাখি নিজের ভেতরেই । ভদ্রতার বেশ ধরে থেকে যাই সবার সাথে সভ্য সমাজের একজন হয়ে। আর যা করি তা লোকচক্ষুর আড়ালে ।

বিয়ের আগে ছেলেরা বাথরুম এ যেয়ে কি করে তা যদি কোন মেয়ে দেখতে পারত তাহলে বলতে পারত কোন ছেলেটা আসলেই ভদ্র !!! মাঝে মাঝে এটাও খুব জানতে ইচ্ছে করে এখন যারা সভ্য সমাজের মানুষ হয়ে আমাদের সামনের চেয়ার এ বসা তারা বিয়ের আগে আমাদের মত বাথরুমে যেয়ে গোপনে কিছু করে বিয়ের পর ভদ্র হয়ে গেছে কিনা । আর কত ??? বিবেক যে আর এভাবে থাকতে দিচ্ছে না !!! আজ জাগ্রত বিবেকের কারনেই খুব ইচ্ছে করছে সভ্য সমাজের একজন সভ্য মানুষ হতে। জানি না মুখোশধারী সভ্য সমাজের সভ্য মানুষেরা তাদের সভ্য সমাজে টানবে কিনা কিন্তু সত্যিকার অর্থে সভ্য মানুষদের সমাজে সভ্য মানুষ হয়ে থাকতে চাই !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।