আমাদের কথা খুঁজে নিন

   

আমি সভ্য নাগরিক এক

শঙ্খপাপ আমার

আমি তোমার দিকে একনজরে চেয়ে থাকি মরশুমী; তুমি তাজ্জবভাবে তাফসীর করো- 'অসভ্য।' আমি রোজ ধারেকাছে হাঁটি, অসংখ্য কর্মপ্রিয় ধোপদুরস্ত; এক সবল-কেন্দ্রস্থ আর্কষণ বল নিয়ে ঘুরে বেড়াই একলাছায়া, উদ্যানে বসে থাকি। আমার গহীনে তীব্র বলে তুমি জান না মেঘ-লেফাফা সময়ের ক্ষেত। প্রতিবেশীর বাঁকা চোখ সুনিপুণ দংশন করে ইচ্ছে বৃষ্টিতে ন্যাংটো ভিজতে মঞ্চায়। নিম্বাস হয়ে উড়ে যাব নিশাচরীক্ষেত একদিন তোমার গভীরে অন্য রোদের আবাস। মন চায় জড়িয়ে ধরি একদিন আঁশপাঁশ, একদিন বখাটে হই; তোমার মোজাম্বীন অধর ধর্ষণ করে বলি, 'আমি আজ পুরুষ ঢের' রাষ্ট্রবিজ্ঞানের সজীব ছাত্র আমি পারি না এইসব কিছু একচুল, আমি আর্দশিক সভ্য নাগরিক এক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।