অন্যায় গুলো সূর্যের আলো দিয়ে জ্বালিয়ে দিতে চাই ইভ-টিজিং কে বর্তমান প্রেক্ষাপটে সামাজিক ব্যধি বললে ভুল হবে না। ইভ-টিজিং আমাদের দেশে এতটাই প্রকট আকার ধারণ করে চলেছে যে, সরকার বাধ্য হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে। আধুনিক মিডিয়ার বদৌলতে ইভ-টিজিং এর ভয়ংকর পরিণতির কথা কারও অজানা নয়। ইভটিজারদের কবলে পরে আত্মœহুতি দিয়ে লজ্জা নিবারণের পথ বেছে নিয়েছে অনেক নারী। যে ফুল পূর্ণ বিকশিত হয়ে সুবাস ছড়ানোর কথা ছিল সে ফুল ঝরে গেছে মুকুলেই।
এ লজ্জা কি শুধুই নারী জাতির ? পুরুষের উত্ত্যাক্ততার কারনে নারীরা যখন আত্মহননের পথ বেঁছে নিতে বাধ্য হয় তখন কি নিজেকে এক জন পুরুষ হিসেবে ভাবতে একটুও ঘৃণা হয় না ? হাতে গোনা কয়েক জন বিপথগামীর জন্য পুরো পুরুষ জাতিকে কলঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে। রাস্তা-ঘাটে যারা মেয়েদের উত্ত্যক্ত করে, আপত্তিকর মন্তব্য করে এবং যৌন হয়রানীর চেষ্টা করে তারা কি কখনও ভেবেছে তার বোনকেও কেও এভাবে উত্ত্যক্ত করতে পারে ? আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে যে, পুরুষরা নারীকে শুধু ভোগের বস্তু হিসেবেই ভাবতে শিখেছে। নারীকে তার প্রাপ্ত সম্মান দিতে আমরা পুরুষরা কুণ্ঠাবোধ করি। ইভ-টিজিং আমাদের সমাজ জীবনে এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, ইচ্ছে করলেই দু কলম লিখে কিংবা আইন প্রয়োগ করে সমাজ থেকে এ ব্যধি নির্মূল করা সম্ভব না। এর জন্য দরকার সামাজিক সচেতনতা এবং প্রতিরোধ।
আর এ সচেতনতা শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। শৈশব থেকে সন্তান কে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তার বিকৃত লালসার কবলে পরে কোন নারীকে লজ্জায় আত্মহুতি দিতে না হয়। ইভ-টিজিং প্রতিরোধে পুরুষের পাশাপাশি নারীকেও সচেতন হতে হবে। কোন ধর্মই উগ্রতাকে প্রশ্রয় দেয় না। পাশ্চাত্য এবং আকাশ সংস্কৃতির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে নারীদের জীবন চিত্র।
যার প্রভাব পরছে তাদের বেশ-ভূষণে। আধুনিকতার নামে যেন নারীর পোশাক এবং চলাফেরায় এমন কিছু ফুটে না উঠে যা পুরুষের বিকৃত লালসাকে উস্কে দেয়।
নারী আমাদের মায়ের জাতি। সেই মায়ের জাতিকে আমরা অপমানিত হতে দিতে পারি না।
মা গো, তোমার নারী জাতীর কাছে ক্ষমা চাওয়ার দৃষ্টতা আমাদের নেই, শুধু এই টুকো দোয়া করো আমরা পুরুষ জাতী যেন তোমাদের অসম্মানের কারণ না হই।
http://www.bd24live.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।