আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী.........। আজকের প্রসঙ্গঃ ইভটিজিং নামক নারী টিজিং- ঘরে কিংবা দোকানে খাদ্যদ্রব্য খোলা রাখলে মাছির উপদ্রব তো থাকবেই এটাই স্বাভাবিক?

আমি জাতির আধার রাতের আলো... চলুন সবাই মিলেমিশে ইভটিজার নামক নারীটিজারদের রুখে দেই... কিন্তু কিভাবে????? ইদানীং ইভটিজিং নামক নারী টিজিং নিয়ে মিডিয়া+ব্লগ, বিচার বিভাগ এবং শাসকগোষ্ঠী খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। ইভটিজাররা তথা বখাটেরা তাহলে রাষ্ট্রযন্ত্রটিকে সজাগ করতে পেরেছে। আদালত সরকারকে নীতিমালা করার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়গুলোও আইন প্রণয়ন করতে ব্যস্ত। ইভটিজিং নামক নারীটিজিং নিয়ে জনগণের মাঝেও সচেতনতা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে।

শুধু তাই নয় সামু ব্লগে আহ্ববান করা হচ্ছে সবাই মিলেমিশে ইভটিজার নামক নারীটিজারদের রুখে দেওয়ার জন্য......গঠণ করা হয়েছে ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী। দৃশ্যত সবই ভাল উদ্যোগ। কিন্তু অবশেষে এতসব উদ্যোগ এতসব আয়োজন বিফল হচ্ছে কেনো? ইতঃপূর্বে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন থেকে বাঁচাতে নীতিমালা হয়েছে আদালতের নির্দেশে। নীতিমালার বদৌলতে যৌন নিপীড়ন এখন শিক্ষাঙ্গন থেকে রাজপথে বিস্তৃতি লাভ করেছে। খাদ্যদ্রব্য খোলা রেখে মাছি এবং রোগব্যাধিকে দোষারোপ করে ভুড়িভুড়ি থিসিস লেখা যাবে, তাতে মাছির কোনো অসুবিধা হবে না।

ভুড়িভুড়ি থিসিস আর ঘণঘণ নীতিমালা প্রণয়ন করা বন্ধ রেখে খাদ্যদ্রব্য ঢেকে রাখুন। সমস্যার একুরেট সমাধান হবে। তদ্রুপ রূপ-লাবণ্য প্রদর্শন করে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াবেন আর বলবেন ইভটিজিং/ নারী টিজিং হচ্ছে । একটু ঢেকে-ঢুকে পর্দা-পুশিতা করে চলুন, দেখবেন রাস্তায় কোনো বখাটে নেই কোন ইভটিজার নেই। বখাটেদের হাত থেকে বাঁচাতেই তো নাটোরের সরকারি রানী ভবানী কলেজের অধ্যক্ষ সাহেব ছাত্রীদের বোরকা পরতে আদেশ দিয়েছিলেন।

বোরকা আপনাদের/যাদের পছন্দ হয়নি, খোলামেলা থাকতে পছন্দ হয়/হচ্ছে, তাদের উপড় মাছির তথা ইভটিজারদের উপদ্রব তো থাকবেই। আসুন সবাই একটু চিন্তা করি? ধরেন অসংখ্য-অগণিত লোক ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনীতে যোগদান করলো+ইভটিজারদের ধরেধেরে উত্তম-মধ্যম তথা ধোলাই দিলো তাতে কি আপনি মনে করেন ইভটিজিং বন্ধ হয়ে যাবে??? কই ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজারদের নগদে ধরে নগদে শাস্তি তথা জেল-জরিমানা থেকে কানধরে উঠবস করিয়ে কি ইভটিজিং বন্ধ করা গেছে???তাহলে আপনারাই বলেন কি করে ইভটিজিং বন্ধ করা সম্ভব????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.