আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং: আর কত মৃত্যু দেখবে দেশবাসি সিরাজগঞ্জে ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা

কি বলব

ইভটিজিংকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অকালে মৃত্যুবরণ করেছেন নাটোরের শিক্ষক মিজানুর রহমান। সারাদেশব্যাপী চলছে এর প্রতিবাদ আর শোক। এই ঘটনার রেশ না কাটতেই আবার প্রাণ দিতে হল ফরিদপুরের চাঁপা রানী ভৌমিক (৪৫)কে। এর আগে বেশ কয়েকজন ছাত্রী আত্মাহুতি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইভটিজিং এর মাত্রা ভয়াবহ বৃদ্ধি পেয়েছে।

এতে ছাত্রীসহ অভিভাবকরা ভয়ানক চিন্তিত হয়ে পড়েছেন। ইভটিজিং এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, এ কারণে শুধু মেয়েরাই প্রাণ দিচ্ছেন না, প্রতিবাদকারীরাও এখন আর নিরাপদ নন। বুধবার স্বয়ং প্রধানমন্ত্রী ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন ইভটিজিং প্রতিরোধে প্রয়োজনে আলাদা আইন করা হবে। ইভটিজিং সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড নাগরিক জীবনকে নিরাপত্তাহীন ও অস্থির করে তুলেছে, যা সরকারের অনেক সাফল্যকে ম্লান করে দিচ্ছে।

সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ এ থেকে মুক্ত নয়। এমতাবস্থায় আমরা গভীরভাবে আশা পোষণ করি যে, কেবলমাত্র প্রধানমন্ত্রীর সরাসরি দৃঢ় হস্তক্ষেপই দেশ থেকে সকল প্রকার সন্ত্রাস অনিয়মের অবসান ঘটিয়ে দেশবাসীকে নতুন আশার আলো প্রদর্শন করতে পারে। এছাড়া সমাজ থেকে ইভটিজিং সমূলে উৎপাটন করতে হলে ব্যাপক প্রচারণার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির প্রতি জোর দেওয়া প্রয়োজন বলে মনে করি আমরা। ইভটিজিং বন্ধে কঠোর আইনের পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ এবং এর প্রচারণাও প্রয়োজন। সামাজিকভাবে এইসব সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।

যেখানে ইভটিজিং সেখানেই প্রতিবাদ করা সমাজের সকলের দায়িত্ব বলে আমরা মনে করি। সিরাজগঞ্জে ইভটিজিং এর শিকার হয়ে আত্মহত্যা করেছে ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুরী গ্রামে। এ ঘটনার মুল নায়ক বখাটে যুবক সুশীল চন্দ্রকে আটক করেছে পুলিশ। এব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের সূশীল মন্ডল (২২) পাশ্ববর্তী বগুড়ার শেরপুর উপজেলার খলিসাগাড়ি গ্রামের সুনিল চন্দ্র বরাতীর কন্যা সীমাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর রুপালী রানী (১৫) কে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্তক্ত করতো। আজ সকালে রুপালী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হবার পর পথের মধ্যে সুশীল তার গতি রোধ করে জোড় পূর্বক তার বাড়িতে নিয়ে যায়। এসময় রুপালীকে সুশিল তার ঘরের মধ্যে আটকে রেখে তার কপালে জোড় পূর্বক সিঁদূর পরিয়ে দিয়ে ঘর তালা বদ্ধ করে সূশীল বাইরে যায়। কিন্তু রুপালী ক্ষোভে দুঃখে এবং লজ্জার ভয়ে গলায় নিজের ওড়না পেচিয়ে সুশিলের ঘরের ধড়নার সাথে আত্মহত্যা করে। প্রায়১ ঘন্টা পর সুশীল ঘরের দরজা খূলে রুপালীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিষয়টি এলাকায় জানাজানি হবার পর রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রধান আসামী সুশীল কে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করছে। এ ঘটনায় পর থেকে সুশিলের পরিবারের লোকজন পলাতক রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.