নাজমুল ইসলাম মকবুল
ইভটিজিং
তেতুল যেমন সামনে নিলে
পানি ঝরে মুখের
জোয়ান মাইয়া একটুখানি
দেখায় যখন বুকের
তখন কিন্তু বখাটেরা
সামলাতে না পারে
মনটা তখন রঙ্গ রসে
উজান বৈঠা মারে।
শয়তান বলে সামনে বাড়ো
প্রেম পিরিতী করো
সাড়া তোমায় নাইবা দিলে
বাঁকা পথটি ধরো।
উথাল পাতাল ভালোবাসায়
যখন পড়ে ছ্যাকা
হরেক রকম ফন্দি করে
কেমনে পাবে দেখা।
স্কুল কলেজ রাস্তাঘাটে
ধরে তখন পিছু
ইভটিজিংয়ের শুরু তখন
আরও অনেক কিছু।
অপহরণ হামলা কিংবা
করে ফেলে খুন
প্রতিদিনই লাঞ্চিত আজ
মোদের মা ও বোন।
শেষ কথাটি বলি এবার
কেউ যাবেননা বেঁকে
রাস্তা ঘাটে চলার পথে
শরির রাখুন ঢেকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।