আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্যের রং অথবা সৌন্দরং

আমি একটা পাগল প্রত্যেকের পছন্দ সৌন্দর্য এবং এর রং পৃথক সুভাস প্রতিটা ফুলের ও অহং। সক্রিয় দু'চোখ মুহূর্তে বাত্যিক সুন্দরতা নজরে দৃশ্যগুলো চিন্তার খোরাক, ইচ্ছার জাগরণ মনোহরে। প্রাধান্যে বর্ণ ফর্সা, সুবদনের শোভা নয় সুখ মিলে স্বচ্ছ অন্তরে বির্ণেও আনন্দময়। অকর্ষণ, মুগ্ধতায় কেউ নিজেকে বিলিয়ে তিমিরে অভ্রের নীলে, নীরবে তাকিয়ে দিগন্ত দূরে! খুব কম প্রকতির বৈচিত্র্য নিয়ে উপলদ্ধি প্রতিক্ষণ মোহ-ঘোর যথেষ্ট নেই সূক্ষ্মবুদ্ধি। সচরাচর সানন্দে গ্রহণ মন্দ, পেতে মৃদুমন্দ অপূর্ব রূপায়ণ, জগত যেন রমরমা নন্দ্য! নিন্দ্য রঞ্জিত, জাঁকালো নন্দিত অগোচরে-প্রকাশ্যে বেদনা সুপ্ত, সদা বিনষ্ট, স্পষ্ট নাশে। মাধুর্যে মোহিত, বেচাকেনা বাহারি পুষ্পের সজীব লিপ্সা সুরম্য, চাতুর্যের কথ্য হৃদ্য আজিব! চারদিকে রঙিন সাজা, হারিয়ে লাবণ্য-স্বরূপ স্বাচ্ছন্দ্য মনের মতো যাচায়ে কল্পিত রূপ! অভিভূত দেখে সুদৃশ্যগুলো বিস্ময়-সুন্দর লাগে রকমারি রঙে চমৎমকার থাকে, প্রসংশা আগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.