কবিতা সে সৌন্দর্যের সহচরী রাতের মতন মেঘহীন তারাভরা আকাশ যেমন। এমনি কোন আলোকিত আঁধার-বেলায় আমি দেখেছিলাম তাকে আর তার দু চোখে; পরিপূর্ণ ছিল ওরা মিষ্টি আলোয়- স্বর্গ কিংবা পৃথিবীর উজ্জ্বল কোন দিন ওই চোখের আলোয় হয়ে যেত মলিন। আধো আলো,আধো আঁধার যোগ দেয় এক নামহীন ঔজ্জ্বল্যে;সে বর্ণালী ঢেউ খেলে তার কালো চুলে কিংবা আলোক ছড়ায় কোমল বদনে যেখানে সমস্ত চিন্তার নির্দ্বন্দ্ব সুমিষ্ট প্রকাশ- ওর সাথে আলো ছায়ার যেন এক অন্তরঙ্গ বসবাস। আর ওই ললাট সুন্দর প্রশস্থ ফুটিয়ে তুলেছে হৃদয়ের সৌন্দর্য সমস্ত; হাসিতে ওর হেরে গেছে জগতের যত আলো বলে দিল দিনগুলো কেটেছে কতটা ভালো! একটি মন শান্তিতে এসবের আড়ালে পবিত্র ভালোবাসা পড়ে আছে একটি হৃদয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।