সৌন্দর্যের ঝাঁঝ
[শাফিক আফতাব]
বাজারে যখন পেঁয়াজের ঝাঁঝ__দাম ঠুকতে সাহস হয় নি আমার __
তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসতে ভয় হয়েছিলো।
তোমাকে পাবো__স্বপ্নে, কল্পনায় কোনোদিন একটি তিলমাত্র মুহূর্ত ভাবায় নি আমাকে,
সেই তুমি কাছে এসে অনায়াসে খুলে দিলে__মোড়ক উন্মেচন করে ভিস্তিপ্রস্তর স্থাপন করলে প্রেমের।
আমি ফকির থেকে বাদশা হয়ে গেলাম__পৃথিবীর সেরাবিত্তবিদ হয়ে হলাম।
কাছে নিবিড় থাকো__তবু আমি তোমাকে হাতড়াই__স্বপ্নের মতোন মনে হয় জীবন
মনে হয় ঘোরের ভিতর ঘুরপাক খাই
মনে হয় তুমি আসোনি__তোমার স্নপ্ন এসেছে__কল্পনায় কে যেন ভালোবেসেছে !
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তোমাকে হারাবার ভয় হয়
নিলামে চড়া দামে যদি কোনোদিন তোমাকে হারাই
যদি কোনোদিন কালের ছোবলে, বিকল হয়ে যায় তোমার প্রেম
যদি কোনোদিন বদলে যাও__ঝড়োবাতাসে যদি উড়ে যায় প্রেমের কচিপাতা।
সেই ভয়ে কখনো মনে হয়, আপণা মাংসে হরিণা বৈরি, তোমার সৌন্দর্যের ঝাঝেঁ কেঁদে মরি।
বাদশা থেকে আবার ফকির হবার ভয় হয়, প্রিয়তমা তোমাকে হারবার ভয় হয়।
০৮.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।