আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীন, রাত্রি দিন

তুমিহীন, রাত্রি দিন আজম মাহমুদ যে ক’টা দিন ভোর হতো তোমার স্পর্শ মেখে, রাত নামতো তোমার চোখের ভেতর চোখ রেখে, সে ক’টা দিন আমার বেঁচে থাকার দিন ছিলো। বাদবাকি দিনগুলো মৃত্যুর সাথে বসবাস বাদবাকি দিনগুলোতে সূর্য অযথা আলো দেয়- অকারণ ভোর হয়, অকারণ রাত নামে পৃথিবীর বুক জুড়ে। আমার বেঁচে থাকার দিনগুলোর দৈর্ঘ্য খুব কম ছিলো আর সেই ক্ষণজন্মা সুখের বিনিময়ে আমি পেয়েছি উর্বর দুঃখভরা পুরো একটা জীবন- তুমিহীন। এতো দীর্ঘ্য পথ পাড়ি দেবো কিভাবে? অন্ধকারাচ্ছন্ন আমার দিন রাত্রি তোমাকে ছাড়া- পৃথিবীর সব মানুষ আমার সুখের বিপক্ষে পৃথিবীর সব মানুষ আমার মৃত্যু দেখতে চেয়েছে পৃথিবীর সব মানুষ দূরে সরিয়ে নিয়েছে তোমাকে আমার দৃষ্টিসীমানার বাইরে। আমি একা শুধু স্মৃতির ঘরে বসে সেতারের কান্না শুনে যাই দিন রাত...। ২৮.০৭.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।