আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ও তুমিহীন আমার গোয়েন্দা সত্তা

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

তোমার নিকট থেকে ফিরে এসে পদ্য লিখব বলে বসি নিরালায় ভবিষ্যতের ধারাবিবরণী ফনা তুলে ছুটে আসছে দেখি, অতীত রোমন্থনও নিরাপদ নয় আত্মহননের পূর্বে যে স্বীকারোক্তির দাবাছক খুলে ধরে তোমার সম্মুখে বসে বারংবার পরাস্ত হয় হয়েছি তুমিহীন তোমার সাক্ষাতে তবু গোয়েন্দা সেজেছি অসাড় আতসকাঁচে অজ্ঞাত মেঘের ইউ টার্ন আগামীকালের হাতে যখন নিথর হল প্রত্যাখ্যাত বিগত ও আজ হৃদয়ের প্রবেশদুয়ারে যুক্তির উল্লাসে কাঁদে অনতিক্রমনীয় শূণ্যতা অথচ সংলাপসম্মত বিরহের চিত্রনাট্যে কোনো শর্ত, চুক্তিপত্র ছাড়া আত্মঘাতী হতে সাধ হলে কেন তুমি ফের হয়ে মুখোমুখি লিখিয়ে নিচ্ছো ভবিশ্যৎ শূণ্যতা ভরাট করতে এই ব্যর্থ পদাবলী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।