আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীন নির্ঘুম রাত

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

সময়ের সুদীর্ঘ পথ ধরে কোনো অজানা পথে.. শুধু সে ও আমি.. বিস্তীর্ণ সবুজ প্রান্তর ধরে, ছায়াপথ ঘুরে ঘুরে হেটে চলি বিকেলের সোনা রোদ ছুয়ে যায় তোমায়........... বড় বেশি ইচ্ছে একটু ছুয়ে দেই !!! সেই সব আজ স্মৃতি ... সুদীর্ঘ প্রতিক্ষার প্রহর শেষে ক্লান্ত আমি.......... এলে না তুমি, কেটে যায় সেই. তুমিহীন নির্ঘুম রাত । , কফির পেয়ালার উষ্ণতা আজও দেয়নি . কোনো সান্তনা.. তবুও একটু প্রাপ্তির আশায় নিরন্তর হেটে চলছি আমি, যদি দেখা হয় কভু !!!! কেবল স্মৃতির গল্প বুনে চলছি অবিরত, বিরহ বিচ্ছেদ মোর লাল পলাশের রঙ্গে হয়েছে অঙ্গার। তবুও ফুরায় না স্মৃতির পাহাড়. সেই উষ্ণতা ছাড়া আর কিছু নেই আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।