আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীন আজ চার বছর!!

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

তুমিহীন আজ চার বছর!! অবশিষ্ট তোমার হৃদয় জানি পরিপূর্ণ প্রেমে- সত্যেও কিছু ফাঁক থাকে মাঝে মাঝে প্রেমহীন অবশিষ্ট আসনে- আমার পদার্পণ,ঘৃণায়। আমার হৃদয় বাড়ী ভাড়াটেদের দখলে বহুদিন- আজীবন মেয়াদ ব'লে উদ্ধরের ব্যর্থ চেষ্টা করি না আর। আমি পথে হাঁটি আজ যাযাবর আমি,আমার সব; 'তুমি' নামে ঊষাপূর্ব সূর্য- আমার আকাশে স্বপ্ন অস্তমিত।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।