আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীন আমি কর্মহীন শ্রমিকের মতোন বেকার পড়ে আছি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। বিশাল অবসর, কোন কাজ নেই মনে হয় ? ফলত বসে থাকি দীর্ঘ বারান্দায় দিগন্তে চোখ মেলাই, ধুধু দিগন্ত অতীতকে মনে করিয়ে দেয় রাজপথে কত কলকোলাহল ! অথচ আমার এখানে নিস্তদ্ধতা শুধু শুধু বিমর্ষতা শুধু বিচ্ছন্নতা শান্ত স্নিগ্ধ কিছু ভাবনা। তুমি নেই বলে আমার এখন বিশাল অবসর শিল্পের কারুকাজ ধর্মঘট ডেকেছে যেন তুমি হীন আমি কর্মহীন শ্রমিকের মতোন বেকার পড়ে আছি আমার উপার্জন আর নির্মাণ আমার সৃষ্টি সব বন্ধ হয়ে গেছে আমি একজন বেকার মানুষের মতোন কিছু বিক্ষত ভাবনা নিয়ে বসে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।