লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকদের পাঠদানে অবহেলা



শিক্ষকদের নিয়মিত পাঠদান না করার অভিযোগে লালমনিরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দুইঘণ্টা বিক্ষোভ করেছেন অভিভাবকরা। সদর উপজেলার ফকিরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার দুপুর ১২টায় তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা 'ফাঁকিবাজ' শিক্ষকদের বদলির দাবি এবং দু'টি শ্রেণীকক্ষ ভাংচুর করেন। বেলা ২টার দিকে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন এসে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিভাবক জাহাঙ্গীর হোসেন, নূর ইসলাম, ইউনুস আলী ও হানিফ মিয়া অভিযোগ করেন, বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষার্থীর জন্য ১২জন শিক্ষক থাকার কথা।

বর্তমানে রয়েছেন ১০ জন শিক্ষক আছেন। এরমধ্যে নয়জন নারী এবং একজন পুরুষ। বর্তমানে তিনজন আছেন ছুটিতে। তারা আরো বলেন, শিক্ষকরা নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পাশের বাজারে গিয়ে টেলিভিশন ও ভিসিডিতে ছবি দেখে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রধান শিক্ষিকা হাসিনা খানম সাংবাদিকদের বলেন, ১০জন শিক্ষকের মধ্যে তিনজন ছুটিতে আছেন। এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.