সঙ্গে সাহিত্যের সুবাস ...
রাজশাহী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল¬াহ আল মামুনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান ও ফলিত পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক আব্দুস সোবহানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রুহুল আমিন এ রায় দেন। রায়ে বলা হয়, জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার শিক্ষককে এ কারাদণ্ড দেয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের রেশ ধরে আগস্টে দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে এটাই প্রথম রায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।