আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস।
*প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধু
শিক্ষকতা পেশাটি সম্মানজনক একটি পেশা। কিন্তু ইদানিং 'পরিমল' বা 'পান্না'র মত কিছু লম্পট শিক্ষক এই পেশাটাকে করে তুলছে কলঙ্কিত। পত্রিকার পাতা খুলেলে প্রায়ই চোখে পড়ছে এসব ঘটনা।
... কিন্তু এখনো এমন কিছু শিক্ষক আছেন কোন প্রতিকূলতাই যাদেরকে দমাতে পারেনা। শুধু আদর্শ ছাত্র তৈরী নয় যাদের উদ্দেশ্য থাকে আদর্শ মানুষ তৈরী করা।
যারা পরিমল বা পান্নাদেরকে দিয়ে শিক্ষকজাতির মূল্যায়ন করছেন তারা এই শিক্ষককে কি বলবেন...?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।