টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে।
আমি বুঝি না জাবির শিক্ষকদের সমস্যা কোথায়? ২ দিন পর পর খালি আন্দোলন, এবং সব আন্দোলনের শেষ বিন্দু হলো ভিসির পদত্যাগ। শরীফ এনামুল কবিরকে নামানোর জন্য আনোয়ার হোসেনকে সরকার ভিসি নিয়োগ করেছিলো, পরে তিনি নির্বাচিতও হয়েছে ভোটের মাধ্যমে। কিন্তু সেই নির্বাচিত ভিসি মিশরের মুরসীর মতো এখন ক্ষমতা হারানোর দাড়প্রান্তে দাড়িয়ে আছেন।
গত ২৬ ঘন্টা ধরে তিনি অবরুদ্ধ।
অনেকে হয়ত মনে করতে পারেন, এই ভিসির বিরুদ্ধে বিএনপি পন্হী শিক্ষকরা শুধু আন্দোলন করছেন, কিন্তু ব্যাপারটা সেই রকম নয়। আগের ভিসি শরীফ এনামুল কবিরের সমর্থকেরাও আন্দোলন করছে এই ভিসির পদত্যাগ নিয়ে।
মূলত '' গাঁয়ে মানে না আপনি মোড়ল'' এই অবস্হা এখন আনোয়ার হোসেনের। সরকার ভুলটা করেছিলো প্রথমেই।
আওয়ামীপন্হী শিক্ষকদের গ্রুপিং এর কারণে জাবি থেকে কাউকে ভিসি নিয়োগ না করে ঢাবি থেকে আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এবং আনোয়ার হোসেন জাবিতে বহিরাগত হিসাবেই চিহ্নিত। শুধু তাই নয়, অন্যান্য শিক্ষকদের যারা জাবিতে পড়াশুনা করেন নাই, তাদেরও বহিরাগত হিসাবে খোটা দেওয়া হয়।
শিক্ষকদের এই দলাদলি বন্ধ হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।