আমাদের কথা খুঁজে নিন

   

আমি অজানার

আমি অসাধারণ খুজিতে খুজিতে বহু খুজিলাম পাইলাম না তার দেখা, যেদিন তারে দেখিলাম আমি হইল শুরু পদ্য লেখা। কমলের মতো অকুলষ তুমি সুষমার আলেখ্য তুমি মোর হিয়া এ ধারায় নাহি কেহ আপন তুমি আছ মোর দুনিয়া। মানস সপনে তোমারে আমি রং তুলি দিয়া আকি, দীর্ঘ কৃষণ তোমার অপেক্ষায় সারাবেলা সারাদিন থাকি। যে গুপ্ত আসন তোমারি জন্য রেখেছি পেতে বুকে, তোমারি সপনে বিভোর আমি তোমরি তনদ্রালোকে। তুমি মোর বিজলি মনে সুখের ক্ষণে সপন অতীত চিও অঙগনে অজস্র সুরভী ছরানো গোলাপ, তুমি সূর্যমূখী, অনলে পুরায়ে যত আঘাত দিবা দাও দিবানিশি পাইলে আমি জনসুখি। দিবস রাতে সনদ্যা প্রভাতে তুমি মোর রকতকমল, তোমারি বিরহে বিরহী আমি তুমারি নয়নে নয়ন রেখে তোমারি হ্বদয়ে সপন একে তুমি আমার জোছনা রাতের সনদ্যা তারা, তুমি আমার মেঘলা দিনের আলো মেঘের খেলা, তুমি আমার বৈশাখীর ঝড় তুমি আমার হেমনতের মেগলা হাওয়া তুমি আমারশূর্ভ শরতের আসা যাওয়া, তুমি আমার হ্বদয় মনদিরে শূর্ভবেদি, তুমি আমার হাজার গোলাপের সুগনদি, তুমি আমার শিশির ভেজা ঘাসের ছোয়া, তুমি আমার সপ্নলোকের পারাপারের খেয়া তুমি শুধুয় আমার তোমার কাছে আমি অজানার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।