আমাদের কথা খুঁজে নিন

   

আমি অজানার পথে চলেছি !

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

আমি অজানার পথে চলেছি, জীবনের ছোটখাট ভুলগুলো, কোথায় কোন কালের গহ্বরে হারিয়ে গিয়েছে ; হারিয়ে যায়নি শুধু কিছু প্রিয় আর অপ্রিয় মুখ । তাদের সত্ত্বা নেই তবুও তারা আছে , আমার আশে পাশেই থাকে, মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আমার বাবা আমাকে অনেক আদর করতেন । মাঝে মাঝে তারা অনেক যন্ত্রনা দেয়, মনে হয় এর চেয়ে মৃত্যুই ভাল , কিন্তু কি করব, আমি তো মানুষ , মৃত্যুকে আনতে পারিনা যতক্ষন পর্যন্ত সে না আসে । এসবের মাঝেও অচেতন মন আমাকে জানিয়ে দেয়, তোমার জন্ম নতুন কিছু করার জন্য, অন্ধকার দূর করে আলো আনার জন্য, আবার হৃদয়ে আসে বেঁচে থাকার স্বাধ । মরব না যতক্ষন মৃত্যু না আসে আমার কাছে, বেঁচে থাকব আর আলো ছড়াবো , কারন সেই জন্যই আমি মানুষ ।। (সামু ব্লগে কখনো কবিতা লেখিনাই , এই প্রথম , সবাই ভুল ত্রুটি গুলোকে সহজ দৃস্টিতে বিবেচনা করবেন বলে আশা করি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।