একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
একটু দম নেয়ার অপেক্ষায়
কতোকাল কাটিয়ে দিয়েছি
গাছের আলিঙ্গনে ।
চোখের রেটিনায় সবুজ ধরবো বলে
জন্মের পর থেকেই চোখ মেলে আছি-
অনাবৃষ্টির জোয়ারে নিজেকে সমর্পন
করবো, এক ঝাক বিলাসী মেঘের কাছে-
কতোদিন মায়ের আঁচল ছোয়া ঘ্রানে
উন্মাদ হতে গিয়ে কামড়ে ধরেছি
নিজেরই সবল দু'টো হাত, দু' একটা
ঘাস ফড়িং এর ঝিল মিল পাখা
কতোরাত হারিয়ে গ্যাছি বৃত্তঘেরা
পথে, হাটতে হাটতে শেষ পর্যন্ত
নদী হতে চেয়েছি, আর একটু
বহমান হবার জন্যে ।
অগ্রজ রাহমান একবারও
হাতছানি দিয়ে বুঝাতে পারেনি_
শুধু বাংলাদেশ নয়,
আমিও উদ্ভট উটের পিঠে বসে
মরুর খরায় জ্বলতে যাচ্ছি
অণির্বান শিখার টানে ;
কেউ জানেনি, আমি জেনে বুঝেই
চলেছি অজানার উজানে !
লিখন
সেপ্টেম্বর-২৩.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।