আমাদের কথা খুঁজে নিন

   

বিকৃত জনতা দৌড়া, টোকাই আইলো. .

নিজের জন্যে ব্লগ লিখি... ... আপনি মহান, আপনি চাইলে কঠোর হইতে পারেন, কিন্তু হননা, শুধু মাঝে মাঝে টোকাই লেলিয়ে দেন। টোকাইরা মিছিল করে, ভাংচুর করে, নিরীহ রিকশাওয়ালার গায়ে হাত তোলে (এটা নতুন নয়, আগেও একটি বড়সড় বন্ধের পরোক্ষ কারণ এটি), শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নেয়, চোখ রাঙ্গায়-- সবই সয়ে গিয়েছিলো, ফেরত যাচ্ছিলো সবাই ক্লাসের দিকে। আপনি কি ক্লাসগামী সেসব ছাত্রকে ভয় দেখালেন? তারা ভয় পাবে? তাদের পাশে দাঁড়ানোর কি কেউ নেই? তারা কি টোকাইবাহিনীর হাতে মার খেয়ে রক্তাক্ত হবে? রক্ত দেয়া বিকৃত মানসিকতার পরিচয় হিসেবে দেখলেন? প্রতিবাদের ভাষা হিসেবে নয়? টোকাইদের হাতে রক্ত দিতে বলেন? সেটা পেয়েই অভ্যস্ত আপনারা-- এটা তো কারো অজানা নয়, দেশের মোটামুটি সব পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান সে কথারই জানান দিচ্ছে। ভয় দেখাবার আগে একটু ভেবে বলবেন, দেশের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে না পারেন, ধংসের কারণ হবেননা দয়া করে। যেটুকু অবশিষ্ট আছে আমরা সবাই মিলে সেখান থেকেই আরেকবার বেঁচে উঠতে চাই। আমরা আর কোন মন্ত্রীকে অযথা বিব্রত করতে চাইনা, বুয়েটকে আমাদের কাছে ফেরত দিন, নয়ত বিক্রি করে দিন, তবুও টোকাইবাহিনীর সর্দারের জন্য আমাদের পেছেনে লাঠিয়াল (ঠোলা) লেলিয়ে দেবেননা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।