প্রণয়ের ডাকে আর সাড়া দিস্নে মন,
প্রণয়ের নামে প্রতারনা চলে যে এখন।
প্রণয় মেলায় এখন চলে মন বেচাকেনা,
স্বার্থের ছোবলে চেনা মুখ হয় অচেনা।
টাকা হলে পাওয়া যায় হাজারো আপন জন!
প্রণয়ে এখন নেই বিশ্বাস নেই রে সুখ,
সুখ টুকু কেড়ে নিয়ে ভেঙ্গে দেয় বুক।
হাসির বদলে কান্নায় জড়ায় জীবন!
যার সাথে করলি প্রণয়, সে তোরে করিল পর,
দু দিনেই ভেঙ্গে গেলো তোর, সাজানে সুখের ঘর।
কিভাবে আবার তুই পরকে করবি আপন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।