সামুতে অনেক ব্লগার আছেন যারা ইসলাম বিষয়ে ভাল জ্ঞ্যান রাখেন। তাদের সুচিন্তিত মতামতের জন্য এই পোস্ট । মসজিদে জামাতে নামাজ পড়ছেন , হঠাৎ বিকট শব্দে বেজে উঠলো ,'' ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় '' কিংবা ''থোড়াছা পেয়ার হুয়াহে'' ইত্যাদি গান। এতক্ষনে অনেকেই অনুমান করতে পেরেছেন গান গুলী কোথায় বাজে । হ্যাঁ মোবাইল ফোনের রিং টোনের কথাই বলছি । যার ফোনে গান বাজে , নামাজ পড়া অবস্থায় অনেককে দেখা যায় বিব্রত হতে, আবার অনেককে দেখা যায় খুব মনোযোগের ভান করে নামাজ চালিয়ে যাচ্ছে যেন সে গানটি শুনতেই পাচ্ছে না । প্রশ্ন হচ্ছে, এমতাবসস্থায় কি নামাজ চালিয়ে যাওয়া উচিৎ নাকি নামাজ ছেড়ে দিয়ে ফোন বন্ধ করা উচিৎ ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।