বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ির ফলাফল প্রকাশ হলো কাল। খুদে শিক্ষার্থীদের পড়াশোনার জীবনের এই প্রথম পরীক্ষায় তারা প্রায় পুরোটায় সফল। ২০১৩ শিক্ষাবর্ষের এই পরীক্ষায় তাদের পাসের হার ৯৮ দশমিক ৫৮। এবার গত বছরের ফল ছাড়িয়ে পাসের হারের পাশাপশি বেড়েছে পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার পাসের হার প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮ শতাংশ।
প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন। আর ইবতেদায়িতে তার সংখ্যা ৭ হাজার ২৫৩ জন। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং ইবতেদায়িতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। গতকাল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি তুলে দেন। এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার প্রাথমিকে ৭৩ হাজার ৬০০টি স্কুল এবং ইবতেদায়িতে ৭ হাজার ২২৮টি মাদ্রাসার সব পরীক্ষার্থী পাস করেছে। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষা দেয়। ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় হাজার ৪৫৭ জন।
ফলাফলে দেখা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশ নেওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে গড় পাসের দিক থেকে ছেলেরা মেয়েদের থেকে এগিয়ে আছে। ছেলেদের পাসের হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ। সমাপনী পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি ও ডিআরভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনায় সারা দেশে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে।
ইবতেদায়ি পরীক্ষায় সেরা হয়েছে ঢাকা জেলার তানমীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। পাসের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে আছে। বরিশাল বিভাগে পাসের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে ৬৪ জেলার মধ্যে লালমনিরহাট জেলা প্রথম। ৫০৬টি উপজেলার ৩৬টি উপজেলায় শতভাগ পাস করেছে।
তবে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পাসের হার সর্বনিম্ন। গত ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের হরতাল ও অবরোধের কারণে দুটি বিষয়ের পরীক্ষা পেছানোয় পরীক্ষা শেষ হয় ৬ ডিসেম্বর। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে সমন্বিত এই সমাপনী পরীক্ষা চলছে। আর ইবতেদায়িতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।