সময়ের পরিক্রমা আর জন্ম বার্ষিকী, দুটোই এখন এক সুতোয় বন্দি। অনন্ত হাসির হাতে বাধা হোক রাখি, আর উন্মাতাল সুখের সাথে হোক সন্ধি। সময়কে থামিয়ে অফুরন্ত করেছি, গোলাপের লাল চুরি করে সিদুরে জড়িয়েছি। এবার চোখের পাতা মেলি ধর। পরম সত্যকে তাহলে বরণ কর। তোমার স্বরণিয় দুটো উপলক্ষ, একি ডামাডলে সাজিয়ে দিলাম। মেনে নাও অহিংস স্তব্ধ' তারা জ্বালানো ভবিতব্য নিলাম। উৎসবে উৎবেলিত জনস্রোতে, মুখোরতা বিলম্বিত কোন অযুহাতে। দিকে দিকে সুখবর ছড়িয়ে দাও, তোমারি আছি' বেছে নাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।