আমাদের কথা খুঁজে নিন

   

তোমারি সকল দান তোমারেই করুক মহান... ... ... ...

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

জীবনটা মুলত দেয়া ও নেয়ার কাহিনী.....দাও এবং নাও, টেক এন্ড পে... ...হতে পারে তা শারীরিক, মানসিক, আর্থিক অথবা আত্মিক। রবীন্দ্রনাথ বলেছিলেন শ্রদ্ধার সাথে দান করলেই শ্রদ্ধার সাথে গ্রহণ করা সম্ভবপর হয়। এই দেয়া এবং নেয়া... ...দাতা ও গ্রহীতা এ নিয়েই এগিয়ে চলে জীবন। কে কি দিল...? এসব চিন্তা করে জীবন না চললেও এরই মধ্য দিয়ে জীবন তার নিজস্ব স্বাভাবিক গতিতে এগিয়ে চলে। এই দেয়া নেয়া নিয়ে ভগবান বুদ্ধের একটা গল্প খুবই প্রচলিত।

আমার জানামতে এটা সত্য ঘটনা। তবুও গল্প বলার কারন হচ্ছে আমি যতদুর জানি এই ঘটনা লিখিত সাহিত্য যুগের নয়। মানুষের মুখ থেকে শুনে শুনে পরে তা লিখিত হয়েছে। এটা আমারও শোনা ঘটনা। যাই হোক গল্প/ঘটনাটি এরকমঃ ভগবান বুদ্ধ তখন বোধি লাভ করেছেন।

চারদিকে তার শান্তিুর বাণীর মহিমা অনেক প্রচারিত। অনেক শিষ্য তার। দলে দলে মানুষ তার শরণে আসছে। ভগবান বুদ্ধেও এই অবস্থা দেখে এক ঠগের মন্যে এক অনন্য...!! বুদ্ধি খেলে গেল...সে ভাবল ভগবান বুদ্ধের বেশ বয়স হয়েছে তিনি আর বেশীদিন বাঁচবেন না...এই অবস্থায় তার কাছ থেকে গোপন কিছু মন্ত্র টন্ত্র শিখে রাখতে পারলে তার মৃত্যুর পর এসব দিয়ে সবাইকে বশ করে রাখা যাবে এতে করে বেশ ভালোভাবেই বাকি জীবনটা কেটে যাবে। যেই ভাবা সেই কাজ...সেদিন থেকেই সে জুটে গেল ভগবান বুদ্ধের ভক্তের দলে... ... ধীরে ধীরে সে ভগবান বুদ্ধের কাছাকাছি থাকতে লাগলো...ভগবান বুদ্ধ তিনি তো মহাজ্ঞানী ঠগের আচার আচরণ ভাবভঙ্গি অযাচিত সেবা দেখে তিনি তার মতলব ঠিকই টের পেলেন...কিন্তু নিশ্চুপ রইলেন।

এভাবে কয়েক বছর কাটলো ঠগ দেখলো এতো মহা যন্ত্রনা ভগবান বুদ্ধ তো এখনও মরলেন না...উপর থেকে তাকেও কিছু শিখালেনও না...ভাবতে ভাবতে তার খুব রাগ হলো...পরদিন সকালে সে ভগবান বুদ্ধের কাছে হাজির হয়ে কাউকে কোন কিছু বলার সুযোগ না দিয়ে বলল ভগবান বুদ্ধ তুমি একটা ঠগ...এতো বছর তোমার সাথে থাকলাম তুমি আমায় কিছুই শিখালে না...তুমি কিছুই জানোনা এই বলে সে ইচ্ছেমতো যাচ্ছেতাই (ভাষায় প্রকাশের অযোগ্য) ভাষায় ভগবান বুদ্ধকে গালি গালাজ শুরু করলো। আশেপাশে যতো শিষ্য ছিল তারা সবাই তাকে তেড়ে মারতে এলো... ...কিন্তু ভগবান বুদ্ধ তাদের থামালেন। একসময় ঠগটি গালিগালাজ করতে করতে ক্লান্ত হয়ে একটু থামল। তখন ভগবান বুদ্ধ তাকে বললেন তোমার কথা কি শেষ হয়েছে...? হয়ে থাকলে আমার একটি প্রশ্নের উত্তর দিবে..? ভগবান বুদ্ধের এই কথা শুনে ঠগটি আবার ... ...শুরু করল... ... ...শেষে বলল ব্যাটা কিছুই জানোনা তাই আমাকে প্রশ্ন করতে চাও...? করো তোমার প্রশ্ন...? ভগবান বুদ্ধ তখন তাকে প্রশ্ন করলেন মনে করো তোমার কাছে কিছু জিনিস আছে, যা তুমি কাউকে দিতে চাও, কিন্তু সে যদি তা না নেয় তবে জিনিসগুলো কার থাকবে...? ঠগটি উত্তর দিলো তুমি এটাও জানোনা...আমার জিনিস যদি কেউ না নেয় তবে তো তা আমারই থাকবে। ভগবান বুদ্ধ তখন শান্তভাবে হেসে বললেন......বৎস তাহলে এতক্ষণ তুমি আমায় যা দিলে আমি তার কিছুই নিলাম না।

.......................................................................................... .......................................................................................... এটি আমার দ্বিতীয় গল্প। প্রথম গল্পটি এখানে। .......................................................................................... {গল্পগুলো..........হয়তোবা আমার আপকামিং সিরিজ পোস্টের উপক্রমানিকা (নয়তো শুধুই গল্প..)}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।