আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে তোমারি পাগল জীয়ন মরনে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

না জেনে ভুল বুঝোনা প্রাণে ব্যথা দিও না আমি তো তোমারি পাগল জীয়ন মরণে এই ভুবনে... আমি তোমায় ভালোবাসি জানে সকলে তুমি ছাড়া আর কেহ নাই এ ভুবন তলে যেদিকে যাই তোমার ছবি হেরি নয়নে... হৃদয়ের দান তুমি আমার নয়নের মণি তোমারি পাইলে আমার জুড়ায় পরাণি তুমি যদি ভিন্ন বাসো বাঁচি কেমোনে এই ভুবনে... আশিকের পরাণ তুমি দয়ারই সাগর তোমার দয়া পাইলে আমি হইবো অমর ফিরোজ মিয়ার এই যে বেদন রাখোত স্মরণে এই ভুবনে... আমি যে তোমারি পাগল জীয়ন মরনে - শিরিন From পাঞ্জাবীওয়ালা by হাবিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।